No Internet Connection !

বাংলাদেশের দ্বীপসমূহ

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? উ: ভোলা।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি? উ: বাংলাদেশ।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি? উ: সুন্দরবন।
প্রশ্ন: দেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? উ: ভোলা।
প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপ কেন বিখ্যাত? উ: পর্যটন কেন্দ্র, মৎস্য আহরণ, চুনাপাথর, খনিজ পদার্থ (কালো সোনা) প্রভৃতির জন্য।
প্রশ্ন: ছেঁড়াদ্বীপের আয়তন কত? উ: ৩ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: ছেঁড়াদ্বীপ কোথায় অবস্থিত? উ: সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫ কি. মি. দক্ষিণে অবস্থিত।
প্রশ্ন: নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? উ: মেঘনা নদীর মোহনায়।
প্রশ্ন: নিঝুম দ্বীপ কেন বিখ্যাত? উ: মৎস্য আহরণ এবং সমুদ্র সৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল এবং অতিথি পাখির আগমনের জন্য।
প্রশ্ন: দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী? উ: নিউমুর বা পূর্বাশা (এ নামে ভারতের নিকট পরিচিত)।
প্রশ্ন: ভারতীয় নৌ-বাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপটি দখল করে নেয় কবে? উ: ১৯৮১ সালে।
প্রশ্ন: বাংলাদেশের কোথায় সক্রিয় ব-দ্বীপ আছে? উ: নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উ: মহেশখালী।
প্রশ্ন: মনপুরা দ্বীপে কারা বাস করত? উ: পর্তুগিজরা।
প্রশ্ন: 'সোনাদিয়া দ্বীপ' কেন বিখ্যাত? উ: মৎস্য আহরণ এবং অতিথি পাখির জন্য।
প্রশ্ন: 'শাহবাজপুর দ্বীপ' বর্তমানে কী নামে পরিচিত? উ: ভোলা।
প্রশ্ন: সন্দ্বীপ কেন বিখ্যাত? উ: প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরি করা হতো বলে।
প্রশ্ন: চর তুফানিয়া দ্বীপ কোথায় অবস্থিত? উ: পটুয়াখালীতে।
প্রশ্ন: বাংলাদেশের কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত? উ: কুতুবদিয়া।
প্রশ্ন: কুতুবদিয়ায় কবে বাতিঘর নির্মাণ করা হয়? উত্তর : ১৮৪৬ সালে।
প্রশ্ন : কুতুবদিয়া দ্বীপ কোথায় অবস্থিত? উত্তর : কক্সবাজার।
প্রশ্ন : কুতুবদিয়ায় বাতিঘরের স্থপতি কে? উত্তর: নেয়ার বার্মিংহাম।
প্রশ্ন: 'হিরণ পয়েন্ট' ও 'টাইগার পয়েন্ট' কোথায় অবস্থিত? উ: সুন্দরবনের দক্ষিণে।
প্রশ্ন: কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরে চর জাগানো সম্ভব কিভাবে? উ: ক্রস ড্যাম পদ্ধতিতে।
প্রশ্ন: 'সোনাদিয়া দ্বীপ' কোথায় অবস্থিত? উ: কক্সবাজারের পশ্চিমে বঙ্গোপসাগরের গভীরে জেগে উঠা দ্বীপ।
প্রশ্ন: অপরিপকু দ্বীপ কোথায় অবস্থিত? উ: মেঘনা নদীর মোহনায়।
প্রশ্ন: বাংলাদেশের সক্রিয় ব-দ্বীপ অঞ্চল কোনটি? উ: বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চল।
প্রশ্ন: দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন জেলায় অবস্থিত? উ: সাতক্ষীরা জেলায়।
প্রশ্ন: নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? উ: বঙ্গোপসাগরের বুকে হাতিয়া হতে প্রায় ৯৭ কি. মি. দক্ষিণে অবস্থিত।
প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপ কোথায় অবস্থিত? উ: কক্সবাজার জেলার টেকনাফ সমুদ্র উপকূল হতে ৩৭ কি. মি. দক্ষিণে অবস্থিত।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান প্রধান দ্বীপসমূহ কী কী? উ: সেন্টমার্টিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, দক্ষিণ তালপট্টি দ্বীপ, ছেঁড়াদ্বীপ।
প্রশ্ন: বৃহত্তম দ্বীপ ভোলার আয়তন কত? উ: ৩,৪০৩ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি? উ: ছেঁড়াদ্বীপ (ছেঁড়াদ্বীপ না থাকলে সেন্টমার্টিন দ্বীপ হবে)।
প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত? উ: ১২ বর্গ কি. মি.।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ কোনটি? উ: সেন্টমার্টিন।
প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপের আরেক নাম বা পুরাতন নাম কী? উ: নারিকেল জিঞ্জিরা।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ও দ্বীপ কোনটি? উ: ছেঁড়াদ্বীপ। (২০০০ সালের অক্টোবরে এই দ্বীপটির সন্ধান পাওয়া যায়। বর্তমানে ছেঁড়াদ্বীপ হবে বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ও দ্বীপ, যদি প্রশ্নে ছেঁড়াদ্বীপ না থাকে তাহলে সেন্টমার্টিন হবে)।
প্রশ্ন: নিঝুম দ্বীপের পুরাতন নাম কী? উ: বাউলার চর।
প্রশ্ন: নিঝুম দ্বীপ এর আয়তন কত? উ: ৯১ বর্গ কিলোমিটার (প্রায়)।
প্রশ্ন: দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? উ: হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়।
প্রশ্ন: দক্ষিণ তালপট্টি দ্বীপের আয়তন কত? উ: ৮ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে? উ: বাংলাদেশ ও ভারতের মধ্যে।
প্রশ্ন: বাংলাদেশের মৃতপ্রায় ব-দ্বীপ কোনটি? উ: যশোর ও কুষ্টিয়া অঞ্চল।
প্রশ্ন: অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি? উ: সুন্দরবন।
প্রশ্ন: বাংলাদেশের কোন দ্বীপে মন্দির রয়েছে? উ: মহেশখালী দ্বীপে (আদিনাথ মন্দির)।
প্রশ্ন: মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত? উ: মহেশখালী দ্বীপে (আদিনাথ মন্দির)।
প্রশ্ন: 'এলিফ্যান্ট পয়েন্ট' কোথায় অবস্থিত? উ: কক্সবাজার জেলায়।
top
Back
Home
Gsearch